সুন্দরবনের গহীনে কলমতেজী অঞ্চলে আগুন

18 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫৯, ২২ মার্চ ২০২৫

সুন্দরবনের গহীনে কলমতেজী অঞ্চলে আগুন

শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে। 

শনিবার (২২ মার্চ) সকালে টেপারবিল এলাকায় গহীন বনে প্রথমে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয়রা। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বনবিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য ওই স্থানের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, “শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

সুন্দরবন সংলগ্ন ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, “সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, “ঘটনাস্থলের আশেপাশে পানির কোন উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুনের উৎস পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট পৌঁছেছে।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারব।”

ঢাকা/শহিদুল/এস

Read Entire Article