ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ফেব্রুয়ারিতে সুপারশপে কেনাকাটায় বাড়তি মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করে সরকার। ভ্যাট প্রত্যাহারের পর স্বপ্নের একক দোকানের বিক্রি ২০ শতাংশের বেশি বেড়েছে।
২০ ফেব্রুয়ারি এক আদেশে এনবিআর জানায়, সুপারশপ প্রতিষ্ঠানগুলো যেহেতু, বিভিন্ন ধরনের পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়পূর্বক (উৎপাদন ব্যতীত) সরবরাহ করে থাকে, সেহেতু, সুপারশপ কর্তৃক সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে উপকরণ-উৎপাদন সহগ দাখিল করতে হবে না।
উপকরণ-উৎপাদন সহগ হচ্ছে কোনো পণ্য বা সেবায় নতুন কী উপকরণ যোগ হয়ে কতটুকু মূল্য সংযোজন হল সেটি। এর ফলে নতুন এই মূল্য সংযোজনের জন্য ভ্যাট দিতে হয়।
সুপারশপে যেহেতু অনেক পণ্যেই নতুন করে কোনো ধরনের মূল্য সংযোজন করা হয় না, সে কারণে রেয়াত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। পরে এনবিআর ও সুপারশপ কর্তৃপক্ষ, দুইপক্ষের আলোচনার মধ্য দিয়ে এ পর্যায়ের ভ্যাট থেকে সরে এলো এনবিআর।
- আরও পড়ুন
- আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণে বাধা নেই
- টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা
এর আগে চলতি বাজেটের মাধ্যমে সুপারশপে কেনাকাটায় ভ্যাট সাড়ে সাত শতাংশ আরোপ করা হয়। এর আগে কখনো দেড় শতাংশ, কখনো দুই শতাংশ, কখনো চার বা পাঁচ শতাংশ ভ্যাট ছিল। ভ্যাট প্রত্যাহার করায় ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন শিল্প-সংশ্লিষ্টরা। প্রধান সুপারমার্কেট চেইনগুলোতে ক্রেতার সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে।
মীনা বাজারের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শামীম আহমেদ জাইগিরদার বলেন, ক্রেতারা মুদি কেনাকাটা সুপারশপে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেননা এখানে একই ছাদের নিচে সব পণ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভ্যাট প্রত্যাহারের কয়েক সপ্তাহের মধ্যেই তাদের ক্রেতার সংখ্যা গড়ে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ভ্যাট প্রত্যাহারের পর স্বপ্নের একক দোকানের বিক্রি ২০ শতাংশের বেশি বেড়েছে।
কোনো ধরনের ভ্যালু এডিশন না হলেও বিভিন্ন পণ্যে এ ভ্যাট থাকায় এ নিয়ে বেশ কয়েক বছর ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এ নিয়ে এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক আলোচনাও হয় তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সুপারশপে কেনাকাটায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।
এসএম/এমআরএম/জিকেএস