ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, সব ঠিকঠাক থাকলে আগামী এক বছরের মধ্যেই সেশনজটমুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এজন্য বিভিন্ন বর্ষের বকেয়া পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যেই নেওয়া হবে। ফলাফলও দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অধিভুক্ত মাদরাসাগুলোর আটটি ব্যাচের মূল সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, কোষাধ্যক্ষ এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার আইউব হোসেন বক্তৃতা করেন।
এসময় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল (স্নাতক) অনার্স-২০১৯, ২০২০ ও ২০২১, কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স-২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ এবং কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি-২০১৮-তে উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ ও নম্বরপত্র বিতরণ করা হচ্ছে।
এসআর/জেআইএম