ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২০:৩৪, ১৬ মার্চ ২০২৫
দুই ম্যাচ পর জয়ের মুখ দেখল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। রোববার (১৬ মার্চ, ২০২৫) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি। তাদের জয়ের নায়ক অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান।
বিকেএসপির-৩ নম্বর মাঠে ১৩২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় সোহান তার ইনিংসটি সাজান। তার সেঞ্চুরিতে ভর করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৯ উইকেটে ২৭৭ রান করে। জবাব দিতে নেমে শাইনপুকুর গুটিয়ে যায় ১৮০ রানে।
সোহান বাদে ধানমন্ডির হয়ে রান পেয়েছেন হাবিবুর রহমান সোহান ও সানজামুল ইসলাম। ওপেনিংয়ে নেমে হাবিবুর ৪২ বলে ৪৫ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। সানজামুল ৫৪ বলে ৪০ রান করেন ২ চার ও ১ ছক্কায়। রান পাননি ফজলে মাহমুদ (১২) ও ইয়াসির আলী চৌধুরী (৬)। শাইনপুকুরের হয়ে বল হাতে ৪৫ রানে ৩ উইকেট নেন রায়ান রাফসান।
জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ম্যাচ হাতছাড়া করে শাইনপুকুর। ১১৯ রান তুলতেই তাদের অর্ধেক ব্যাটসম্যান ফেরে সাজঘরে। বাকিরা অল্পস্বল্প রান করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রাহিম আহমেদ। ৩৫ রান আসে মিনহাজুল আবেদীনের ব্যাট থেকে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এটি পাঁচ ম্যাচে তৃতীয় জয়। অন্যদিকে শাইনপুকুরের সমান ম্যাচে চতুর্থ হার।
ঢাকা/ইয়াসিন/আমিনুল