ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৫০, ১৭ মার্চ ২০২৫
কুমিল্লার লাকসামে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সকালে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মমিনের ছেলে মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল-আমিন (২৩) ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ লাকসাম বাইপাস মোড় থেকে নিজ বাড়ি নোয়াখালীর সোনাপুরে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠেন ভুক্তভোগী ও তার স্বামী। এ সময় অটোরিকশাচালক মাসুদ তারা স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে কৌশলে তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। এ সময় অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে আটকে ওই গৃহবধূকে লাকসামের পাইকপাড়ায় নিয়ে যান। সেখানে মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করেন। এরপর ভিকটিমকে লাকসাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লাকসাম থানায় মামলা করেছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘‘স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।’’
ঢাকা/রুবেল/রাজীব