১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস বাবর

12 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৩:৪২, ১৯ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৪৪, ১৯ মার্চ ২০২৫

১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 

আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

২০০৭ সালের ২৮ মে বাবরের ঢাকার গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় অস্ত্র মামলা করা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকা মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেছিলেন। 

১৭ বছর কারাবন্দি ছিলেন বিএনপির এই নেতা। সম্প্রতি কারামুক্ত হয়েছেন বাবর।

  ঢাকা/মামুন/রাসেল

Read Entire Article