২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৬ মার্চ ২০২৫  

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার (১৮ মার্চ) থেকে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

রবিবার (১৬ মার্চ) ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী মঙ্গলবার (১৮ মার্চ) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। আর অফিস ছুটি থাকবে ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে নিরাপত্তাসহ অন্যান্য জরুরি সেবা চালু থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ থাকবে এবং শুধু জরুরি প্রশাসনিক কার্যক্রমের জন্য নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলোতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে রমজান উপলক্ষে ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দেয় ববি প্রশাসন।

ঢাকা/সাইফুল/মেহেদী

Read Entire Article