৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সংবাদ বিজ্ঞপ্তি     || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

‘ব্র্র্যান্ডিং হিরোজ’ পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

ব্যাপক প্রচার চালানোর মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ সাফল্যমণ্ডিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজ পিএলসি। তাদের মধ্যে আছে ওয়ালটন ডিস্ট্রিবিউটর, প্লাজা, মার্সেল ডিস্ট্রিবিউটর এবং বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাগণ। 

বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও চেক তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। 

গত বছরের ১০ অক্টোবর সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করেছিল ওয়ালটন। সিজন-২১-কে সাফল্যমণ্ডিত করে তুলতে ব্যাপক ব্র্যান্ডিং এবং প্রচার চালায় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, প্লাজা সেলস নেটওয়ার্ক এবং মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সদস্যরা। তাদের মধ্যে ব্যতিক্রমী ও অসাধারণ ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনাকারীদের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার দেওয়া হয়। 

ঢাকা/একরাম/রফিক

Read Entire Article