৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদ

11 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২৬ মার্চ ২০২৫  

 আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍“৭১ এ দেশকে জন্ম দিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। রক্তক্ষয়ী স্বাধীনতা। আমরা মনে করি, ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।”

তিনি বলেন, “৭১ এ দেশকে জন্ম দিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। বিগত ১৬ বছর স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে ফ্যাসিস্টরা। আমরা মনে করি, দেশের প্রত্যেকটি নাগরিক যতক্ষণ না মনে করবে সে স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি, ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।”

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, “৭১ এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার যে অন্যতম লড়াই তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না।”

Read Entire Article