অদম্য সেই রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিলো ছাত্রশিবির

2 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় পাস করা অদম্য রাসেল মৃধার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান শিবিরের নেতারা। পরে সংগঠন থেকে তার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিংড়া উপজেলা সভাপতি ইমরান ফরহাদ, নাটোর জেলার সাবেক সভাপতি মীর কুতুবুল আলম, উপজেলা অর্থ সম্পাদক মাহমুদ হাসান, পৌর শিবিরের সভাপতি আল-আমিন প্রমুখ।

রাসেলের দুই হাত ও ডান পা নেই। শুধু বাম পা রয়েছে। তাও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। এ অবস্থায় পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাসেল মৃধা। তবে তার এ চেষ্টা বৃথা যায়নি।

নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৩.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন রাসেল।

রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। অভাব-অনটনের মাঝেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। এর আগে জুনিয়র দাখিল ও দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তিনি।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

Read Entire Article