অন্যরা যুক্তরাষ্ট্র থেকে সম্পদ চুরি করছে: ট্রাম্প

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে গিয়ে প্রথম দিনেই তিনি একের পর নির্বাহী আদেশ জারি করছেন। যা তিনি নির্বাচনী ক্যাম্পেইনেও প্রতিশ্রুতি দিয়েছেন।

ওভাল অফিসে বসে এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশের অনেক ভালো অর্থনৈতিক ভবিষৎ রয়েছে।

এ সময় সাংবাদিকরা সার্বজনীন শুল্কের বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, অন্য জাতীগুলো যুক্তরাষ্ট্র থেকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তারা শুধু আসছে এবং সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, আমরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার দলের সদস্যদের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধারের ইচ্ছার বিষয়ে বক্তব্য শুনতে পাই।

তিনি ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করে বলেন, আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে অফিসে যোগদানের জন্য অভিনন্দন জানাই।

সূত্র: বিবিসি

এমএসএম

 

Read Entire Article