ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দ ও অনিয়মের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে তার কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে কমিশন। আজই মামলা দায়ের করা হবে বলে সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সম্পৃক্ত রয়েছেন তৈয়বুর রহমান। সুনির্দিষ্ট অভিযোগে পরিপ্রেক্ষিতে আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে আটক করার সিদ্ধান্ত আসে।
এসএম/এমএএইচ/জিকেএস