‘আমার কাছে বিয়েটা ভীষণ আনন্দদায়ক, মজার আর ফুলফিলিং’

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৫:৩৯, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৯, ২৪ জানুয়ারি ২০২৫

‘আমার কাছে বিয়েটা ভীষণ আনন্দদায়ক, মজার আর ফুলফিলিং’

স্ত্রীর সঙ্গে পরমব্রত চ্যাটার্জি

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জি। বাংলাদেশি সিনেমায়ও অভিনয় করেছেন। এ নির্মাতার পরবর্তী সিনেমা ‘এই রাত তোমার আমার’। চলতি মাসের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বয়স্ক দম্পতির গল্প নিয়ে এগিয়েছে ‘এই রাত তোমার আমার’ সিনেমার কাহিনি। প্রধান দুই চরিত্র রূপায়ন করেছেন অপর্ণা সেনগুপ্ত ও অঞ্জন দত্ত। তেতাল্লিশের পরমব্রত বয়স্ক দম্পতির গল্প নিয়ে সিনেমা বানিয়ে দারুণ আলোচনায় উঠে এসেছেন।

ব্যক্তিগত জীবনে পরমব্রত সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু পরমব্রতর কাছে দাম্পত্য জীবন মানে কী? ভারতীয় একটি গণমাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ‘বাইশে শ্রাবণ’খ্যাত এই অভিনেতা।

পরমব্রত চ্যাটার্জি বলেন, “আমি অনেক বেশি বয়সে বিয়ে করেছি। আমার বন্ধুরা ৩০ বছরে বিয়ে করেছে। তারা এখন ক্লান্ত। আমি ৪২ বছরে বিয়ে করেছি। মানে আরো ১২ বছর পূর্ণ স্বাধীনতা উপভোগ করেছি।”

স্ত্রীর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে পরমব্রতর। তা জানিয়ে এই নির্মাতা বলেন, “আমার বাড়ি ফিরতে ভীষণ ভালো লাগে। বউ, পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। আমার দু’জন হাউজ স্টাফ আছেন। তারাও আমার পরিবারের অংশ। আমার কাছে বিয়েটা ভীষণ আনন্দদায়ক, মজার আর ফুলফিলিং।”

২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন সংগীতশিল্পী অনুপম রায়। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। কিন্তু ২০২৩ সালের ২৭ নভেম্বর সেই পিয়ার গলায় মালা পরিয়ে সমালোচনার মুখে পড়েন পরমব্রত। তবে সব সমালোচনা পেছনে ফেলে দাম্পত্য জীবনে দারুণ উপভোগ করছেন তিনি। 

ঢাকা/শান্ত

Read Entire Article