আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৮:৪৫, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৪৭, ২২ জানুয়ারি ২০২৫

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে আল্টিমেটাম ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম

পাঁচ ঘণ্টা অবরোধের পর দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এরপর সেখানে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম আল্টিমেটাম ঘোষণা করেন।

তিনি বলেছেন, “আগামী সাত দিনের মধ্যে আমাদের চার দফা দাবি না মানলে ম্যাটসের ৪০ হাজার মতো শিক্ষার্থী সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন।”

বুধবার দুপুর ১টায় চার দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন ম্যাটসের শিক্ষার্থীরা।
ম্যাটসের শিক্ষার্থীদের চার দাবি হলো—দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি; অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসঙ্গতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ চালু; প্রস্তাবিত ‘এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড চালু করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ তৈরি।

ঢাকা/রায়হান/রফিক 

Read Entire Article