ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৩:০৭, ২৩ জানুয়ারি ২০২৫ আপডেট: ১৩:০৯, ২৩ জানুয়ারি ২০২৫
বাবা-মায়ের সঙ্গে অভিষেক বচ্চন
বলিউডের বরেণ্য তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন— শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। বাবা-মাকে নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক জানালেন, তারা তার কাছে ঈশ্বরের সমতুল্য।
নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন অভিষেক বচ্চন। এ আলাপচারিতায় অভিষেক বচ্চন বলেন, “আমি ধার্মিক কিনা জানি না। সৃষ্টিকর্তার সঙ্গে আমার সমীকরণ আছে। কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার আগে, আমি আমার বাবা-মায়ের কাছে যাই। আমার মনে হয়, তাদের উপরই আপনার প্রথম নির্ভর করা উচিত। আমার কাছে, তারা ঈশ্বরের সমতুল্য।
নিজেকে পরিবারমুখী মানুষ উল্লেখ করে অভিষেক বচ্চন বলেন, “আমি যা কিছু করি, তা আমার পরিবারের জন্যই করি। আমি খুব পরিবারমুখী মানুষ। আমি যা কিছু করি, আমার পরিবারের জন্যই করি; তারাই আমার প্রিয় মানুষ।”
“স্নেহময়, সহায়ক, সুস্থ-সুখী একটি পরিবার মানে আপনি ভালো। আমার কাছে পরিবারের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ।” বলেন অভিষেক বচ্চন।
দাদা হরিবংশ রাই বচ্চনকে নিয়ে গর্বিত অভিষেক বচ্চন বলেন, “আমার দাদুর দেওয়া উপাধি নিয়ে আমি গর্বিত। কাজের জন্য তিনি যে ভালোবাসা-সম্মান দিয়েছেন, তার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাব। আশা করি, আমার কন্যা এবং পরবর্তী জেনারেশন এটিকে সম্মান করবে।”
উত্তরাধিকার হিসেবে পদচিহ্ন রেখে যেতে চান অভিষেক বচ্চন। তার মতে, “আমার দাদা একজন কবি ছিলেন। আমার বাবা-মা অভিনয়শিল্পী। আমি এবং আমার স্ত্রীও অভিনয়শিল্পী। আমরা একটি সৃজনশীল উত্তরাধিকার। আমি যদি বাস্তবে কিছু রেখে যেতে পারি, তাহলে আমার মনে হয় এটি পরিবারের জন্য মূল্যবান অবদান হবে।”
ঢাকা/শান্ত