উৎপাদনে ফিরল আশুগঞ্জ সার কারখানা 

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩৭, ২৪ জানুয়ারি ২০২৫

উৎপাদনে ফিরল আশুগঞ্জ সার কারখানা 

আশুগঞ্জ সার কারখানা

এগারো মাসের বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কারখানায় সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

প্রদীপ কুমার নাথ জানান, গ্যাসের চাপ কম থাকার কারণে ঢিমেতালে চলছে সার উৎপাদন কাজ। পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।

সার কারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়। গ্যাস সংকটের কারণে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গত বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে সার উৎপাদনে ফেরে কারখানা।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, “গ্যাস সরবরাহ শুরুর পরপরই সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে কয়েকটি ধাপ অতিক্রম করে গতকাল বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরি কেটে গেলে সার উৎপাদনেও গতি আসবে।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

Read Entire Article