ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজবাড়ীর পদ্মা নদীতে ধোলাই হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মাছটি ধরা পড়ে।
জেলে ধোলাই হালদার জানান, সকালে সহযোগীদের নিয়ে নদীতে জাল ফেলেন। পরে জাল তুলতে গেলে বুঝতে পারেন জালে বড় কিছু একটা আটকা পড়েছে। জাল তুলতেই দেখতে পান বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ আটকা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে ১৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
মাছটি ১৮০০ টাকা কেজি দরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
তিনি বলেন, পানি কমায় পদ্মায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছেন, লাভ হচ্ছে তাদেরও।
রুবেলুর রহমান/এসআর/এমএস