এবার পশ্চিম তীরে হামলা ইসরায়েলি বাহিনীর

2 days ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২২:২৭, ২১ জানুয়ারি ২০২৫  

এবার পশ্চিম তীরে হামলা ইসরায়েলি বাহিনীর

গাজায় যুদ্ধবিরতি হলেও এবার অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিনে হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, একটি গাড়িতে বিমান হামলার পর ইসরায়েলি সামরিক যানবাহনকে শরণার্থী শিবিরে অভিযান চালাতে দেখা গেছে। সেনাবাহিনী এবং শিন বেট নিশ্চিত করেছে যে তারা জেনিনে একটি অভিযান চালাচ্ছে। এছাড়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর আরো আক্রমণ চাচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালকিলিয়ার পূর্বে ফুন্ডুক এবং জিনসাফুট শহরে কয়েক ডজন ফিলিস্তিনি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো হয়েছে। 

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ১২ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মাস ধরে গাজায় চলা যুদ্ধ অবসানে চলতি সপ্তাহে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চুক্তি হয়। রবিবার থেকে উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ঢাকা/শাহেদ

Read Entire Article