এসএসসির ফরম পূরণে আরও ৯ দিন সময় দিলো ঢাকা বোর্ড

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে গত ১৭ ডিসেম্বর। প্রায় দেড় মাস পর আবারও ফরম পূরণে ৯ দিন সময় দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফলে বিলম্ব ফিসহ (জরিমানা) আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে সই করেছেন সদ্য ওএসডি হওয়া পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড সূত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

হঠাৎ কেন সময় বাড়ানো হয়েছে, তা নিয়ে জানতে চাইলে বিজ্ঞপ্তিতে সই করা অধ্যাপক মো. আবুল বাশার জাগো নিউজকে বলেন, ‘অনেকের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। যারা নানা কারণে ফরম পূরণ করতে পারেননি, তারা আবেদন করেছিল।’

জানা গেছে, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। যার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের।

এদিকে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতিবছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। তাছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফরম পূরণ ফি ২ হাজার ১২০ টাকা।

যারা বর্ধিত নতুন সময়ে ফরম পূরণ করবেন, তাদের জরিমানা গুনতে হবে। সেই হিসাবে নির্ধারিত ফির সঙ্গে আরও ১০০ টাকা জরিমানা (বিলম্ব ফি) দিয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী-শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। তাছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article