কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শিবিরের ব্যতিক্রম আয়োজন

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২২ জানুয়ারি ২০২৫  

কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শিবিরের ব্যতিক্রম আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হলগুলোতে ষড়যন্ত্রমূলক পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে ব্যতিক্রম আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।

বুধবার (২২ জানুয়ারি) এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গণ কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এদিন বিকাল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “কোরআন একটা মহাগ্রন্থ। আল্লাহ নিজে এর হেফাজতকারী‌। কোনো দুষ্কৃতকারী যদি এটা ধ্বংস করার চেষ্টা করে, সেটা সে কখনোই পারবে না; সম্ভব নয়। এটা হচ্ছে একটা নূর, এ নূরের আলোতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারবো। ছাত্রশিবিরের এই গণ কোরআন বিরতণ কর্মসূচিকে সাধুবাদ জানাই।”

রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, “যখন সুইডেন, কানাডা, ইউরোপ আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোতে কোরআন পুড়িয়ে ফেলা হত, রাসুল (সা.) কে অবমাননা করা হত, তখন মুসলমানদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যেত। আজ আমাদের প্রিয় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে কোরআন পুড়ানোর মতো বিভীষিকা দেখতে হবে, এটা কখনো ভাবি। এটা আমাদের সবার জন্য খুবই বেদনার।”

তিনি বলেন, “এর প্রতিবাদেব আজ আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করছি। কোরআন নেওয়ার জন্য শিক্ষার্থীদের যে ভীড় দেখলাম, এতেই বোঝা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআনকে কতটা ভালোবাসেন।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এর আগেও আমরা প্রতিবাদলিপি দিয়েছি। কিন্তু প্রশাসনের কোন অগ্রগতি দেখতে পাইনি। এজন্য আমরা গণ কোরআন বিরতণ কর্মসূচি দিয়েছি। প্রশাসন যদি দ্রুত কোন ব্যবস্থা না নেয়, আমরা আরো কর্মসূচি দেব। সেক্ষেত্রে বিক্ষোভ সমাবেশ, মিছিল হতে পারে।”

তিনি বলেন, “কোন সুবিধাবাদী দল যেন অস্থিতিশীল পরিস্থিতি বা দাঙ্গা লাগাতে না পারে, সেটা আমরা খেয়াল রাখব। এছাড়া দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ঢাকা/ফাহিম/মেহেদী

Read Entire Article