ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
গাইবান্ধায় শীতজনিত রোগে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ উর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর এলাকার মৃত লালু শেখের ছেলে নইমুদ্দিন শেখ (৬০) ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার মৃত মাহাফুজার রহমানের ছেলে জুয়েল মিয়া (৫৫)।
ডা. আসিফ উর রহমান বলেন, দুজন শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সম্ভব্য সবধরনের চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বেড়েছে। ফলে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।
শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি ও বয়স্করা শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে জানান তিনি।
এ এইচ শামীম/আরএইচ/এএসএম