চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের দুই অস্ত্রধারী গ্রেফতার

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি ছুড়ে ছাত্র-জনতা হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- নগরীর চান্দগাঁও থানার সাধুরপাড়া এলাকার মৃত বামেন্দ্র মজুমদারের ছেলে রিভু মজুমদার (২৭) এবং ভোলা সদরের পশ্চিমা ইলিশা গ্রামের সিরাজ মাঝির ছেলে মো. জামাল (৪০)। রিভু মজুমদার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এবং জামাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। জামাল চান্দগাঁওয়ের বেপারিপাড়া জাহাঙ্গীরের বাড়ি এলাকায় বসবাস করেন।

ওসি আফতাব উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দুই অস্ত্রধারী ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/ইএ/জেআইএম

Read Entire Article