ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রাথমিক আবেদন করতে শিক্ষার্থীদের ৭০০ টাকা ফি দিতে হবে। বিগত বছর এ ফি ছিল ৩৫০ টাকা। সেই হিসাবে এবার ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিগত কয়েক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। শুধু এসএসসি ও এইচএসসির জিপিএ’র ওপর ভিত্তি করে ভর্তি করানো হয়েছে। যে কারণে ভর্তিতে তেমন ব্যয় ছিল না। এবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তাই কর্তৃপক্ষের খরচ বেড়েছে।
আরও পড়ুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে, আবেদন শুরু মঙ্গলবার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মুক্তিযোদ্ধা-পোষ্য কোটা বহাল
তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর এম এম কলেজে এবার ভর্তি হতে চান আনজুমান আরা। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি ফি ৭০০ টাকা! গতবার যা ছিল, তার চেয়ে আরও বেড়েছে। অথচ আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। এ ফি কমানো উচিত।’
আব্দুর সালাম নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত মানি না। পারলে ভর্তি ফি কমান। নতুন বাংলাদেশে বাড়তি ভর্তি ফি দিয়ে আমরা আবেদন করবো না। প্রয়োজনে আন্দোলনে নামবো।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, ‘এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর তো ভর্তি পরীক্ষা ছিল না। স্বাভাবিকভাবে খরচ বাড়বে। তারপরও হিসাব কষে কর্তৃপক্ষ যতটা সম্ভব কম ফি নির্ধারণ করেছে।’
এএএইচ/ইএ