জাপান গেলেন বিমানবাহিনী প্রধান

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান চিফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর জাপান সফর করবেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন।

এছাড়াও বিমানবাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

জাপান সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বিমানবাহিনী প্রধানের।

টিটি/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article