ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

Read Entire Article