ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বয়সে জ্যেষ্ঠ একজন অধ্যক্ষকে ফোন দিয়ে অশালীন কথাবার্তা ও ঘুস নিতে গোপনে দেখা করার প্রস্তাব দিয়ে চরম সমালোচিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) যুগ্ম-পরিচালক মো. আবুয়াল কায়সারকে অবশেষে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তার জায়গায় নতুন পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক খন্দকার মাহফুজুল আলম। তিনি জয়পুরহাট সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক।
সোমবার (২০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলমে সই করা প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি আবুয়াল কায়সারকে আগামী ২২ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। আবশ্যিকভাবে পিডিএসে লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৫ সেপ্টেম্বর ডিআইএর তৎকালীন যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র সরকারকে বদলি করা হয়। তার স্থলে দায়িত্ব পান আবুয়াল কায়সার।
যুগ্ম-পরিচালক পদে পদায়ন পাওয়ার পরই তিনি ডিআইএর পরিচালক ধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম শিশিরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। একক ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন তদবির করে পরিচালককে বদলি করান তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ।
টাঙ্গাইলের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের (মির্জাপুর সরকারি কলেজ) অধ্যক্ষকে ফোন করে অশালীন কথাবর্তা বলেন তিনি। চাপ দিয়ে ঘুস নিতে তাকে গোপনে দেখা করার প্রস্তাবও দেন। সেই কল রেকর্ড ফাঁস হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আবুয়াল। এ নিয়ে জাগো নিউজে প্রতিবেদনও প্রকাশিত হয়।
এএএইচ/বিএ