ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:২২, ২৬ জানুয়ারি ২০২৫
সাদেক কাউসার দন্তগীর ও শাহিদুল ইসলাম
দুই অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীর এবং কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার) শাহিদুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
এডিসি সাদেক কাউসার দন্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ ধারা সংক্রান্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ ঘটনায় গত ৩০ অক্টোবর তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নেওয়া হয়। পরদিন ৩১ অক্টোবর শাহবাগ থানা থেকে শাহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোপর্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৩০ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
ঢাকা/নঈমুদ্দীন/টিপু