ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আজ আশুলিয়ার বধিজ্ঞান ভাবনা কেন্দ্রে ন্যাশনাল ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজ (এনআইজিএস) এর উদ্যোগে 'বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিঃ শান্তি ও ঐক্যের পথ' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বধিজ্ঞান ভাবনা কেন্দ্রের ভান্তে অশীস জিনা রক্ষিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে এনআইজিএস এর সভাপতি দয়াল কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক একেএম সায়েদাদ হোসেনসহ জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা শাখাওয়াত খান, কর্নেল আব্দুস সালাম বীরপ্রতীক, কর্নেল আরিফুর রহমান, সুপ্রীম কোর্টের এ্যডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, কিডনি ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান জিয়া উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই বাঙালি। বক্তারা সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে যার যার অবস্হান থেকে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা শাখাওয়াত খান বলেন, ০৫ আগষ্ট বংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা চলমান থাকবে। আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের চক্রান্ত থেকে নিজেদের হেফাজত করতে হবে। সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী ও জনসম্পদ এই তিনটা স্তম্ভকে আমাদের একাত্মতার সাথে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য প্রতিমা/মন্দির ভাঙচুর করছে, তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। তবেই দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে।
এইচআর/এএসএম