ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী তার অনুরাগীদের কাছে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। এবার তিনি লেখক হয়ে আসছেন। সামনের অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তার লেখা প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। তিনি এটিকে আত্মোপলব্ধিলক বই বলেছেন।
‘ফাহমিদা নবীর ডায়েরি’ সম্পর্কে বলেন, ‘আমার লিখতে ভালো লাগে শৈশব থেকেই। আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তো, ডায়েরি লিখতো, ভীষণ ভালো লাগতো। আমিও লেখার চেষ্টা করতাম, করছি। গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে সেই ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, সেগুলোকে উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি। এসব নিয়ে আমার প্রথম বই।’
তিনি আরও বলেন, ‘দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা, জানা, বোঝার নানান দিকগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, প্রশ্ন জাগায় সহজ সমাধানের লক্ষ্যে। অল্পের গল্প আর সেই সাথে নিজের উপলব্ধির ব্যাখ্যাগুলোর মাধ্যমে নিজেও যেমন সহজ হতে চেষ্টা করি, তেমনি চাই মানুষও সহজ হোক, আপন উপলব্ধিতে। বাঁচতে শিখুক ভালোবাসায়। জীবনকে জয় করুক সাহসী বিশ্বাসের মর্যাদায়। সে কারণেই ফেসবুক পেইজে ফাহমিদা নবী’স ডায়েরিতে নিয়মিত লিখি। যারা নিয়মিতভাবে পেইজটির লেখা পড়েন, তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত। তাদের অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক, যেখানে সব লেখা একসাথে থাকবে। তাদের চাওয়ার ইচ্ছে পূরণ করতেই এই বই। পাঠকের প্রতি ভালোবাসা রইলো আমাকে উৎসাহিত করবার জন্য।’
আরও পড়ুন:
ফাহমিদা নবীর এ বইটি প্রকাশ পাচ্ছে শব্দশিল্প প্রকাশনা থেকে। এর প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু। বইমেলায় ফাহমিদা নবী উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করবেন বলে জানিয়েছেন।
এমএমএফ/এমএস