নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:১৬, ২৪ জানুয়ারি ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২

নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুটি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এবং আরিফ উল্লাহর মুখমণ্ডলে ক্ষত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়েছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক পৃথক স্থলমাইন বিস্ফোরণ ঘটে।

আহত আলী হোসেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে এবং আরিফ উল্লাহ লেমুতলী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, আলী হোসেন ও আরিফ উল্লাহ মিয়ানমার থেকে গরু আনতে গিয়েছিলেন। সীমান্তে আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তারা। সকাল ৬টার দিকে মাইন বিস্ফোরণের আলী হোসেন আহত হন। সকাল ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণে আরিফ উল্লাহ আহত হন। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শামসুল আলম জানিয়েছেন, মাইন বিস্ফোরণের পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেছেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে একটি ও ১০টার দিকে আরেকটি স্থলমাইন বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি।” 

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, “আজ সকাল ৬টার দিকে একটি ও ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণ হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/চাইমং/রফিক

Read Entire Article