নড়াইলের সড়কে ঝরল পশু চিকিৎসকের প্রাণ

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২২ জানুয়ারি ২০২৫  

নড়াইলের সড়কে ঝরল পশু চিকিৎসকের প্রাণ

খসরু আলম সাগর

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খসরু আলম সাগর (৩৪) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়কের কলোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া খসরু আলম সাগর উপজেলার মাছিমদিয়া গ্রামের জাকার আলীর ছেলে।

নিহতের চাচা আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলে করে খসরু আলম সাগর বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় চিকিৎসক খসরু আলম সাগরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে খসরু আলম সাগর মারা যান।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বুধবার (২২ জানুয়ারি) সকালে বলেন, “এমন ঘটনা আমার জানা নেই। আমাকে কেউ অবহিত করেনি। যদি নিহতের স্বজনরা অভিযোগ দেন, আমরা আইনী ব্যবস্থা নেব।”

ঢাকা/শরিফুল/মাসুদ

Read Entire Article