পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর পল্লবীতে বাবু ওরফে ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পল্লবীর টেকেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবুকে তার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, আমরা শুনেছি বাবুকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় বিস্তারিত জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ব্লেড বাবু ও সন্ত্রাসী মুসার দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বিকেলে বাবুকে প্রতিপক্ষ কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, মুসা সাবেক এমপি এমএ আউয়ালের অনুসারী। সম্প্রতি একটি হত্যাকাণ্ডের মামলায় জামিনে বের হন তিনি। মুসা মতিঝিলের এক কাউন্সিলরের জামাইকে হত্যাকাণ্ডের অন্যতম আসামি। ওই ঘটনার পর তিনি ওমানে পালিয়ে যান। পরে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। তখন থেকে মুসা কারাগারেই ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন।

টিটি/এমকেআর/এমএস

Read Entire Article