ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে বুধবারের আগের ৩ ম্যাচের সবগুলোই জিতেছিল অ্যাস্টন ভিলা। কিন্তু গতকাল রাতে তাদের অপরাজেয় থেমে গেল। ক্লাব বার্গের কাছে ১-০ গোলে হেরে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের আট নম্বরে আছে ভিলা।
পেনাল্টিতে দুঃস্বপ্ন ভেঙেছে ভিলার। ৫২ মিনিটে হানস ভানাকেনের স্পট কিকে ১-০ গোলে এগিয়ে যায় ক্লাব বার্গ। শেষ পর্যন্ত আর এই গোল শোধ করতে পারেনি ভিলা।
ভিলার পেনাল্টির শাস্তি পাওয়ার ঘটনা ছিল হাস্যকর। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বল শট পাস দেস ট্রাইরন মিনংসকে। ইংলিশ এই ডিফেন্ডার ভাবছিলেন, তখন খেলা চলছে না। তিনি বল হাতে নিয়ে ফের আর্জেন্টাইন গোলরক্ষকদের দিকে ফেরত পাঠান। এতে হ্যান্ডবল ধরে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
ভিলার মতো পেনাল্টিতে গোল হজম করে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে আর্সেনালও। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৩ মিনিটে) গোল হজম করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ডি-বক্সের ভেতরে মিকেল মেরিনোর হ্যান্ডবল হলে পেলান্টির সিদ্ধান্ত দেন রেফারি। দারুণ সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি হাকান কালহানুগলু।
ইন্টার মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এখন পর্যন্ত ১৯টি পেনাল্টি শটের সবগুলোতেই সফল হয়েছেন কালহানুগলু। ম্যাচের শেষ বাঁশির আগে এই গোল শোধ করতে পারেনি আর্সেনাল। ফলে ইতালি থেকে খালি হাতে ফিরতে হয় গানারদের।
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১০ নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ইন্টার মিলান।
আর্সেনাল-ভিলার হারের রাতে কোনোমতে জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। পর্তুগালের লিসবনভিত্তিক ক্লাব বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। ৬৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জামাল মুসিয়ালা।
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে আছে বায়ার্ন।
এমএইচ/জেআইএম