বগুড়ায় সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৪ বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর: জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া ও কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটগুলোর অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সেনাপ্রধান সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন।

বগুড়ায় সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন

এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান এবং প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে, সেনাপ্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে বৃক্ষরোপণ করেন এবং অধিনায়কদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন।

অনুষ্ঠানে জিওসি, আমি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড: সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, কমান্ড্যান্ট, আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল: বাংলাদেশ সেনাবাহিনীর সকল সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার এবং সাঁজোয়া ইউনিটের অধিনায়ক উপস্থিত ছিলেন।

১৯ জানুয়ারি এসিসিএন্ডএস-এ সাঁজোয়া কোরের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

বগুড়া সেনানিবাসস্থ শহীদ লে. বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সাঁজোয়া কোরের সব ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করেন।

টিটি/এএমএ/এএসএম

Read Entire Article