বাবা ও স্বামীর সঙ্গে কেন কাঁদছেন শ্রেয়া ঘোষাল, ভিডিও ভাইরাল

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি নেট-দুনিয়াতে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে তিনি কাঁদছেন। সঙ্গে রয়েছে তার পরিবারের দুই সদস্যও। সেই ভিডিও নিয়ে চলছে আলোচনা।

হিন্দুস্তান টাইমস থেকে ঘটনার বিস্তারিত জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) রাতে মুম্বাইয়ে কোল্ডপ্লের দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন শ্রেয়া। আর সোমবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে তিনি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই দেখা যায় কান্না করছেন শ্রেয়া।

এসময় গায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও তার বাবা ৭০ বছর বয়সী বিশ্বজিৎ ঘোষাল।

ভিডিওতে দেখা যায়, গান শুনতে শুনতে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রেয়া। একসময় তাকে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ঠিক করে দাও’। কোল্ডপ্লের জন্য একরাশ ভালোবাসা। সবকিছু জানতে শেষ ভিডিয়ো পর্যন্ত সোয়াইপ করুন। এটা আমার দেখা ক্রিস মার্টিন এবং তার ব্যান্ডের দ্বিতীয় কনসার্ট। মুম্বাইয়ে তারা ম্যাজিক করেছেন! সে এক অদ্ভুত অভিজ্ঞতা। তাদের গান শুনে চোখের পানি আটকাতে পারলাম না।’

গায়িকা আরও বলেন, ‘আমার ৭০ বছর বয়সী বাবারও এই কনসার্টটি এত পছন্দ হয়েছে বলে বোঝানোর মতো নয়। আমাকে এবং শিলাদিত্যকে আমাদের সমস্ত স্মৃতিতে আবার বাঁচতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

এছাড়াও অন্যান্য ভিডিওগুলোতে কোল্ডপ্লের ‘আ স্কাই ফুল অব স্টারস’, ‘ফিক্স ইউ’ ও ‘প্যারাডাইস’ গানে তাকে নাচতে দেখা গেছে।

এলআইএ/জিকেএস

Read Entire Article