ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রায় আট বছর পর দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির এ কার্যক্রমের উদ্বোধন করেন।
২০ টাকার বিনিময়ে এই সদস্যপদ নবায়ন হচ্ছে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং তিনি সেখানকার মুদ্রায় ১৫ পয়সা পাঠিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আজকে প্রতিটি বিএনপি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। এই আনন্দ সারাদেশের লাখো কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ, পুরো বাংলাদেশের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন। সেই ঝড় কেটে গেছে।
তিনি বলেন, এখন দল পুনর্গঠন করতে হবে। আমরা যদি দল পুনর্গঠন করতে পারি তাহলে আশা করি জনগণের সমর্থন পাবো। দল যত দ্রুত পুনর্গঠন করতে পারবো রাষ্ট্র তত দ্রুত মেরামত করতে পারবো।
সঞ্চালনার দায়িত্বে থাকা দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান, মঙ্গলবার থেকে সদস্যপদ নবায়ন ফরম দপ্তর থেকে সারাদেশে বিতরণ করা হবে।
কেএইচ/এমকেআর/এএসএম