ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
যশোরের বেনাপোলে নতুন রেললাইনের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে রেলওয়ে সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বেনাপোল স্থলবন্দরের ছোটআঁচড়া মোড় হতে ভবেরবেড় গ্রাম পর্যন্ত নতুন দুটি সিগন্যাল লাইনের কাজ শুরু হয়েছে। এজন্য রেললাইনের দুই পাশে হতে বস্তিঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে টিটিই মাস্টার পারভীন আক্তার বলেন, গত দুদিন ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অবৈধভাবে যারা রেলওয়ের জায়গায় ছিল তাদের এক মাস আগেই নোটিশ দেওয়া হয়েছে।
মো. জামাল হোসেন/এএইচ/এমএস