ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ভোলার মনপুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইয়াছিন (৫০), মামুন (৩৫), সাগর (২৮), শামীম (৩৫), মাকসুদ (৩০), সাগর (২৮), হেলাল (৪০), আলাউদ্দিন (৪২), রাকিব (৩০), নুরু ইসলাম (৩৫), মাইনুদ্দিন (৩৮), সালাউদ্দিন (৩৭), সুজন (৩০), সাদ্দাম (২৭), রাসেল (২৬), হাসেম (৩৬) ।

আহতরা সবাই উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা উপজেলা-ইউনিয়ন বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের নৌঙর নিয়ে বিএনপির নেতা ইয়াছিন ও সালাউদ্দিনের মধ্যে মারামারি হয়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিলে সমাধান করে দেওয়ার কথা ছিল। কিন্তু কয়েকদিন কেটে গেলেও সমাধানে বসা হয়নি। এ ঘটনায় সোমবার সকালে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

মনপুরা উপজেলা বিএনপির সভাপতি সামছুদ্দিন চৌধুরী বাচ্চু জানান, আহতদের মনপুরা ও চরফ‌্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সুস্থ হয়ে আসলে দলীয়ভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তের পর আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/এইচ/এমএস

Read Entire Article