রঞ্জিতে রোহিতে তিক্ত প্রত্যাবর্তন, বড় তারকাদের ব্যর্থতা

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৩ জানুয়ারি ২০২৫  

রঞ্জিতে রোহিতে তিক্ত প্রত্যাবর্তন, বড় তারকাদের ব্যর্থতা

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রন সংস্থা (বিসিসিআই) নতুন নিয়মে জাতীয় দল এবং আশেপাশে থাকা সব ক্রিকেটারকে রঞ্জি ট্রফি খেলতে হবে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা প্রায় ১০ বছর পর খেলছেন ঘরোয়ার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে। তবে দীর্ঘদিন পরে এই প্রত্যাবর্তনে ব্যর্থ এই ওপেনার। 

আজ রঞ্জির জম্বু-কাশ্মীরের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে মহারাষ্ট্রের এমসিএ স্টেডিয়ামে তাই আলাদা নজর ছিল ভারতের গণমাধ্যমের। রোহিতের সাথে এই ম্যাচটা খেলতে নেমেছিলেন আরেক ওপেনার যশস্বী জয়সোয়ালও।  যদিও ব্যর্থ হন তিনিও।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ভারত। গৌতম গাম্ভীর দলটির কোচের দায়িত্ব নেওয়ার পর তারা প্রথমবারের মত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে। এরপর অস্ট্রেলিয়াতে ৩-১ ব্যবধানে হেরেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এরপরই টনক নড়েছে বিসিসিআইয়ের। তারা ঘরোয়া ক্রিকেটে তারকা ক্রিকেটারদের খেলাকে বাধ্যতামূলক করেছেন। তবে ঘরোয়াতে খেলতে এসেও ব্যর্থ হয়েছেন রোহিত, জয়োসওয়াল, শুভমান গিলরা, ঋষভ পান্তরা।

কাশ্মীরের-মুম্বাইয়ের ম্যাচে রোহিতের ব্যাটে থেকে আসে ৩ রান। উমর নাজিরের বলে পুল শট খেলতে গিয়ে মিস টাইমিংয়ে ক্যাচ তুলে ফিরে গেছেন এই ওপেনার। এর আগে আকিব নাবির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন ৫ রান করা জয়োসওয়াল।

ভারতের টপ অর্ডারের আরেক পরিচিত মুখ গিলও রঞ্জি খেলছেন পাঞ্জাবের হয়ে। দলটির অধিনায়ক কর্ণাটকের বিপক্ষে ৮ বলে ৪ রান করে অভিলাশ শেঠীর বলে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন। ভারত জাতীয় দলের আরেক খেলোয়াড় পান্থ দিল্লি-সৌরাষ্ট্র ম্যাচে প্রথম ইনিংসে করতে পেরেছেন মাত্র ১ রান। সৌরাষ্ট্রের হয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা।

আগামী ৩০ জানুয়ারি রঞ্জিতে খেলবেন বিরাট কোহলিও। দিল্লি এবং রেলওয়ের ম্যাচটি দিয়ে ১২ বছর পর রঞ্জিতে ফিরবেন তিনি।

সৌরাষ্ট্রের বিপক্ষে আজও খেলার কথা ছিল তার, যদিও চোটের কারণে এই ম্যাচ খেলেননি তিনি। এই ম্যাচে কোহলি না খেললেও খেলছেন টেস্ট ফরম্যাটে ভারতের আরেক অলরাউন্ডার বোলিংয়ে এসে শুরুতেই উইকেট নিয়েছেন তিনি।

ঢাকা/নাভিদ

Read Entire Article