রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক নিহত

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর বিজয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সাজু (২২) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ভোর ৪টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু বাইজিদ জানান, সাজু প্রাইভেটকার চালাতেন আর তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালান। রাতে সাজু তার গ্যারেজে গিয়ে বলেন তার স্যার ফোন দিয়েছেন, তাকে অটোরিকশায় নামিয়ে দিয়ে আসার কথা বলেন। পরে বাইজিদ তাকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নামিয়ে চলে যাওয়ার সময় চিৎকার শুনতে পান।

পরে তিনি দেখেন ছিনতাইকারীদের সঙ্গে সাজুর ধস্তাধস্তি হচ্ছে। একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সাজুর কাছ থেকে একটি স্মার্টফোন ও কিছু টাকা নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত সাজু গোপালগঞ্জ সদর থানার আটবাড়ীয়া গ্রামের মোতালেব হোসেনের সন্তান। রাজধানীর মুগদা মান্ডা ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম

Read Entire Article