রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেফতার চার

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতির জন্য একটি দল বনানীতে প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের গ্রেফতার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জাগো নিউজকে বলেন, গতকাল রাতে ১৭ নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় সেখানে উপস্থিত থাকা আরও দুই সেনাসদস্যসহ তিনজন পালিয়ে যান।

গ্রেফতার দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম জানাননি ওসি।

এদিকে গ্রেফতার দুই সেনাসদস্যের বিরুদ্ধে সেনা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ঘটনার বিস্তারিত জানতে চাইলে ওসি রাসেল সরোয়ার বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক রয়েছেন। তার কাছে ক্যামেরা ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া গেছে।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতিতে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়।

টিটি/বিএ/জেআইএম

Read Entire Article