ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. শিমুল (২১)। তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম জামাল হোসেন। তিনি রাজশাহী নগরীর মেহেড়চন্ডী মধ্যবুথ পাড়া এলাকায় বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিমুল মেয়ে বন্ধু নিয়ে বেড়াতে যান। এসময় কয়েকজন তাদের ধাওয়া করে। তখন ছেলেটি মোটরসাইকেলে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার সামনে কয়েকজন ব্যাডমিন্টন খেলছিল, তারা ওই ছেলেটির পথরোধ করে এলোপাথাড়ি মারপিট করেন। পরে আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, শিমুলকে হাসপাতালে নিয়ে আসা ছেলেরা প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলেন। পরে তাদের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে পিটিয়ে মারা হয় বলে স্বীকার করেন। তবে তাকে হাসপাতালে আনার পর পরই ব্রডডেট পাওয়া যায়। আইন অনুযায়ী মরদেহ মরচুয়ারিতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ছেলেটি তার প্রেমিকাকে নিয়ে রাতে বিশ্ববিদ্যালয়ে যান। এসময় প্রক্টরিয়াল বডি তাকে ধাওয়া করে। তখন চারদিক থেকে অনেকেই ‘কে কে’ বলে চিৎকার করেন। ফলে আতঙ্কিত হয়ে ছেলেটি রাস্তায় পড়ে অচেতন হয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস