লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকে মারধর

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৫  

লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকে মারধর

হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় শামীম আহমেদ নামে এক আইনজীবীকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শামীম আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম বলেন, ‘‘গতরাতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে তারা।’’

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকজনের হাত থেকে শামীম আহমেদকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে তদন্ত চলছে।’’

ঢাকা/মামুন/রাজীব

Read Entire Article