শিল্পের কাঁচামাল আমদানি মূল্য পরিশোধের সময় বাড়লো

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বা‌ড়ি‌য়ে এক বছর ক‌রেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সীমা ছিল ১৮০ দিন।

সোমবার (২০ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সময় বাড়া‌নোর সিদ্ধান্ত বৈদেশিক মুদ্রা বাজারকে স্বস্তি দেবে বলে জানান খাত সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনায় বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন ছিল। এ সীমা বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে।

এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকেরা। এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি বছরের পুরো সময় পর্যন্ত বহাল রাখা হবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সু‌বিধা প্রযোজ্য হবে।

ইএআর/এএমএ/এমএস

Read Entire Article