সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ জানুয়ারি ২০২৫

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।

ইসরায়েলি অভিযানের মুখে ঘরবাড়ি ছাড়ছেন পশ্চিম তীরের বাসিন্দারা

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের মুখে জেনিনে ঘর-বাড়ি ছাড়ছেন শত শত বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পশ্চিম তীরের শহরটিতে ড্রোন থেকে অভিযানের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছিল।

যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ গ্রহণ করেছে কিয়েভ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত কয়েকশ সেনার মরদেহ গ্রহণ করেছে কিয়েভ। যুদ্ধ শুরু হওয়ার পর বন্দিদের পাশাপাশি নিহতদের মরদেহও বিনিময় করছে দুই দেশ।

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমন সিদ্ধান্ত নিলো দ্বীপ রাষ্ট্রটি। শুক্রবার (২৪ জানুয়ারি) কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।

শক্তিশালী মালয়েশিয়ার অর্থনীতি, বেড়েছে রিংগিতের মূল্য

শক্তিশালী অর্থনৈতিক অবস্থার কারণে মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রা রিংগিতের মূল্য বেড়েছে। গত এক মাসের মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে স্থানীয় মুদ্রাটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হারও ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, দু’দিনেই গ্রেফতার কয়েকশ অবৈধ অভিবাসী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হতেই ৫৩৮ জন অভিবাসীকে গ্রেফতার এবং আরও কয়েকশ মানুষকে নির্বাসিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাভাবিক বিশ্ব পর্যটন, ২০২৪ সালে ভ্রমণ করেছে ১৪০ কোটি মানুষ

জাতিসংঘের পর্যটন সংস্থা ২০২৪ সালের ভ্রমণকারীদের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, করোনা মহামারির আগের পর্যায়ে চলে গেছে পর্যটন শিল্প। অর্থাৎ মানুষের ভ্রমণ স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ নিয়ে এখন কোনো বক্তব্য দেবো না: অমর্ত্য সেন

পশ্চিমবঙ্গের বীরভূমের জেলার শান্তিনিকেতনে ‘প্রতীচী’ বাড়িতে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় ও বোলপুর মহকুমাশাসক অয়ন নাথ। এসময় নোবেলজয়ী অর্থনীতিবিদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা কালেক্টর সঞ্জয় কোলটে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি (লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট) সেকশনে এই বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ জারি

বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশনাও জারি করা হয়েছে, যাতে ভারতের উত্তর-পূর্ব ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চান আইসিসি কৌঁসুলি

আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের ওপর নির্যাতনের জন্য ক্ষমতাসীন তালেবান সরকারের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ কৌঁসুলি করিম খান। তার দাবি, লিঙ্গ বৈষম্যের মাধ্যমে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধ করেছেন- এমনটা ভাবার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

এমএসএম/এএসএম

Read Entire Article