সন্তানকে কোলে নিয়ে মেঘনায় ঝাঁপ দিলেন মা, শিশুর মৃত্যু

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ভোলার চরফ‌্যাশনে মোবাইল ভে‌ঙে ফেলায় স্বামীর ওপর অভিমান করে শিশু সন্তান‌কে কোলে নি‌য়ে মেঘনায় ঝাঁপ দিয়েছেন মাইমুনা বেগম সুখী (২২) নামের এক নারী। এতে মাইমুনা বেঁচে গেলেও মারা গেছে তার দেড় বছরের ছেলে মো. ইব্রাহিম।

রোববার (১৯ জানুয়ারি) দুপু‌রে উপ‌জেলার বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন প্রশা‌ন্তি পার্ক এলাকার মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

মো. ইব্রাহিম উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়া‌র্ডের মো. আবদুর রহমা‌নের ছে‌লে।

স্থানীয় মো. ইউনুছ জানান, দুপু‌রে ওই নারী‌কে পা‌র্কের কা‌ছে মেঘনা নদীর তীরে সন্তান‌কে কো‌লে নি‌য়ে ব‌সে থাক‌তে দে‌খি। কিছুক্ষণ পর তাকে নদী‌তে ভাস‌তে দে‌খে স্থানীয়রা উদ্ধার ক‌রে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক শিশু‌টি‌তে মৃত ঘোষণা ক‌রেন।

মাইনুনার স্বামী আবদুর র‌হিম জানান, চার বছর আগে পা‌রিবা‌রিকভা‌বে বি‌য়ে হয় আমাদের। সকালে আমাদের ম‌ধ্যে ঝগড়া হ‌য়ে‌ছিল। এতে আমি মোবাইলটি ফে‌লে দেই। প‌রে মাইনুনা আমার সঙ্গে অভিমান ক‌রে ঘর থে‌কে বের হ‌য়ে যান। প‌রে স্থানীয়‌দের মাধ‌্যমে জান‌তে পা‌রি তিনি নদী‌তেঝাঁপ দি‌য়ে‌ছেন।

এ বিষয়ে চরফ‌্যাশন থানার উপ-প‌রির্দশক মো. হেলাল উদ্দিন জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে‌ছি। কিন্তু নিহ‌তের প‌রিবার থে‌কে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

জু‌য়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

Read Entire Article