সাইফের বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৬:৪৭, ২২ জানুয়ারি ২০২৫  

সাইফের বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’

সাইফ আলী খান, রনিত রায়

নিজ বাড়িতে হামলার শিকার হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ আলী খান। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আর এই দায়িত্ব নিয়েছেন ‘কেডি পাঠক’খ্যাত তারকা রনিত রায়। খবর এনডিটিভির।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেতা রনিত রায়ের ‘এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন’ নামে সিকিউরিটি ফার্ম রয়েছে। হামলার শিকার হওয়ার পর বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পর্দার চতুর উকিল রনিত রায়কে। গতকাল বিকালে হাসপাতাল থেকে বান্দ্রার বাসায় ফেরার পর সেখানে গিয়েছিলেন রনিত রায়। তবে কী ধরনের নিরাপত্তার আয়োজন করেছেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেতা।  

গতকাল ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে রনিত রায় বলেন, “আমরা অলরেডি সাইফের সঙ্গে রয়েছি, সে এখন ভালো আছে এবং ফিরে এসেছে।”

ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডের বেশ কজন বড় বড় তারকার বাড়ির নিরাপত্তার দায়িত্বে রয়েছে রনিত রায়ের সিকিউরিটি এজেন্সি। এবার সাইফ আলী খানের বান্দ্রার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন এই অভিনেতা। এরই মধ্যে সাইফের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন তিনি।  

গত ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় তার।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সকালে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়। এরপর সাধারণ বেডে স্থানান্তর করা হয় সাইফকে। গতকাল বিকালে হাসপাতাল থেকে বান্দ্রার বাড়িতে ফিরেন সাইফ আলী খান।

ঢাকা/শান্ত

Read Entire Article