ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:১৮, ২২ জানুয়ারি ২০২৫
সাতক্ষীরার তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার খেশরা ইউনিয়নের এস.এম.এম.বি ব্রিকস এবং এস.বি ব্রিকস এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ইটভাটাগুলোতে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। ফলে এস.এম.এম.বি ব্রিকসে ২ লাখ এবং এস.বি ব্রিকসে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযানের সময় ইটভাটা মালিকরা পলাতক থাকায় এবং জরিমানার টাকা দিতে না পারায় এস.বি ব্রিকসের ম্যানেজার লাবলু সর্দার এবং এস.এম.এম.বি ব্রিকসের ম্যানেজার আল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/শাহীন/ইমন