ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৭, ২২ জানুয়ারি ২০২৫
নিহত রিফাত আহমেদ কিবরিয়া ও আবু সুফিয়ান
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪৮ ঘণ্টার মধ্যে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সড়ক দুর্ঘটনায় দুইজন, বার্ধক্যজনিত কারণে একজন ও প্রসবজনিত কারণে একজনের মৃত্যু হয়।
সর্বশেষ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) ও আবু সুফিয়ান (২০) নিহত হয়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও আবু সুফিয়ান একই পরিবারের ফরিদ আহমেদর ছেলে।
পরিবারের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, বুধবার বেলা ২টার দিকে গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিফাত আহমেদ কিবরিয়া (১৯) ও আবু সুফিয়ান (২০)। উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়কে সতী নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। সুফিয়ানকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠায়।
নিহতদের স্বজন খাইরুল ইসলাম ইসলাম জানান, শুধু কিবরিয়া বা সুফিয়ান নয়; ৪৮ ঘণ্টার মধ্যে এ পরিবারে আরো দুই সদস্য মারা যায়। তাদের মধ্যে নিহত কিবরিয়ার চাচি সয়জুন বেগম (৬০) বার্ধক্যজনিত কারণে এবং কিবরিয়ার ভাইয়ের বউ রেফা বেগম সন্তান প্রসবের সময় মারা যায়। অল্প সময়ের মধ্যে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/নুর/বকুল