ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
টিকা না পেয়ে সকাল থেকে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে তারা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। কয়েক ঘণ্টা ধরে তারা সেখানেই অবস্থান করেন।
আরও পড়ুন:
দুপুর ১২টার দিকে এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, টিকা নিতে স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন ওমরা হজের যাত্রী ও প্রবাসীরা। পরে প্রবাসীরা জানতে পেরেছেন তাদের টিকা লাগবে না, সেজন্য তারা চলে গেছেন।
তবে ওমরা হজের যাত্রীরা টিকা না পেয়ে তারা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে, সড়ক থেকে তারা সরে যাওয়ার পর পান্থপথ এলাকায় স্বাভাবিক হয়েছে যান চলাচল।
টিটি/এসএনআর/জেআইএম